বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
পর্ণোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আটক ২
রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৮ PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পর্ণোগ্রাফী ভিডিও সংরক্ষণ ও বিক্রির দায়ে নজরুল ইসলাম অপু (২২) ও জাহাঙ্গীর মিয়া (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের নামে পর্ণোগ্রাফী আইনে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

এর আগে গত রবিবার সন্ধ্যায় (র‍্যাব-১) সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা উপজেলার কাঞ্চন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম অপু কাঞ্চন কালাদী এলাকার মিজান মিয়ার ছেলে ও জাহাঙ্গীর মিয়া একই এলাকার আব্দুল রব মিয়ার ছেলে। 

মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার কাঞ্চন বাজার অপু নামে মোবাইল এক্সোসরিস ব্যবসার আড়ালে সে এবং তার কর্মচারী জাহাঙ্গীর মিয়াকে নিয়ে পর্ণগ্রাফী ভিডিও সংরক্ষণ ও বিক্রি করে যুবসমাজের কাছে সরবারহের ব্যবসা চালিয়ে আসছিল। গত রবিবার (র‍্যাব-১) সিপিসি-৩ এর সদস্যরা অপুর দোকানে অভিযান পরিচালনা করে একটি সিপিউ, সিপিউর ভেতরে পর্ণগ্রাফী ফোল্ডারসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ বলেন, গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।   

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত