শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
বনপাড়া পৌরসভায় আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধন
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ২:২১ PM
বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টম্যান্ট এন্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বনপাড়া নতুন বাজারের আজাদ কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

ব্যাংকের পাবনা শাখার ম্যানেজার (অপারেশন) মো: রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ইউএনও মোসা: মারিয়াম খাতুন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও বনপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, লালপুর ও বনপাড়া উপশাখার ইনচার্জ যথাক্রমে কামরুল ইসলাম ও আসাদুল্লাহ আল গালিব বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত