বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। মনোবিজ্ঞানী অধ্যাপক সাইফুদ্দীন বিসিএস (শিক্ষা) ক্যাডার ছিলেন। শ্রেষ্ঠ গবেষনার জন্য আন্তর্জাতিক পুরুষ্কার প্রাপ্ত এই অধ্যাপকের সংখ্যা পুস্তক, প্রবন্ধ, গবেষণাপত্র এবং প্রকাশনা করেছেন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সচিব, সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার পিতা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা।
বাবু/জাহিদ