রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
আখাউড়ায় ২২ মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৬ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ২২টি পুজামন্ডপে শারদীয় দুর্গেোৎসব অনুষ্ঠিত হবে। পুজা উপলক্ষে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

প্রতিটি মন্ডপে সিসি টিভি ক্যামেরা রাখা ও সূর্যাস্তের আগে প্রতিমা বিসর্জনের উপর গুরুত্বারোপ করা হয়। সভাতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, পুজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার, শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী প্রমুখ।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত