রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
মান্নান আকন্দের বিরুদ্ধে আবারও চাঁদাবাজীর মামলা
বগুড়া ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:০২ PM আপডেট: ২৩.০৯.২০২২ ৩:০৭ PM
বগুড়া রেলওয়ে মার্কেট নির্মাণে অনিয়ম ও মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় কারাগারে আটক বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান আকন্দের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে চাঁদা দাবি, ভয়ভীতি দেখানো ও প্রতারণার অভিযোগে সদর থানায় মামলাটি(মামলা নং- ৬২) দায়ের করেছেন বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটিডের ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম। (২৩ সেপ্টেম্বর) শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম।

মামলায় উল্লেখ করা হয়, বগুড়া রেলওয়ে স্টেশন এলাকার অ্যাডওয়ার্ড পার্ক সংলগ্ন রেলওয়ের ৪.৪৮ একর জায়গার ওপর বগুড়া রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের অনুকূলে লিজ গ্রহণ করা হয়। সেখানে নির্মাণ করা মার্কেটের ঠিকাদার আব্দুল মান্নান আকন্দ। তিনি বেআইনি ও প্রতারণামূলক ভাবে ৩ ব্যক্তির কাছে দোকান বরাদ্দের নামে ৩ লাখ টাকা এবং মুদ্রণপল্লী বগুড়ার পক্ষে আলহাজ্ব মাহবুবুর রহমানের কাছ থেকে দোকান ঘর পজিশন হস্তান্তরের জন্য ১৭ কোটি টাকা গ্রহণ করে।
 
আব্দুল মান্নান আকন্দ বগুড়া ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটিডের মার্কেটটির নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান। মার্কেটের দোকানের পজিশন হস্তান্তরের কোন ক্ষমতা না থাকা সত্ত্বেও বিশ্বাস ভঙ্গ ও গোপনে প্রতারণামূলক ভাবে ৩ জন ব্যক্তির কাছ থেকে ১ লাখ করে ৩ লাখ এবং অপর ১ জনের কাছ থেকে ১৭ কোটি টাকা নিয়েছেন। এছাড়াও আব্দুল মান্নান আকন্দ আরও অনেকের সঙ্গে ভুয়া ও অবৈধ চুক্তিপত্রের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

মামলায় আরও বলা হয়, আব্দুল মান্নান আকন্দের প্রতারণার কথা জানতে পেরে গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় বগুড়া রেল স্টেশনের সামনে মান্নান আকন্দকে দেখা পেয়ে তার অপকর্মের কথা জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে মামলার ১নং সাক্ষী আবু জাফর মো. মাহমুদুন্নবী রাসেলকে বলে তোর ভাতিজাদের জন্য রেল কর্তৃপক্ষ দোকান ভেঙে দিয়েছে। তোদের সমিতিকে লাভের টাকা তো দিবই না বরং তুই এখন চার কোটি টাকা চাঁদা দিবি, না হলে আমি তোদেরকে দেখে নিব।
 
এর আগে, এর আগে গত ১৪ সেপ্টেম্বর রেলওয়ের কর্মচারী কল্যাণ ট্রাস্টের মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত শতাধিক দোকান উচ্ছেদ করার সময় রায়হান আলী নামে রেলওয়ের এক কর্মচারীকে মারধর করেন। এ ঘটনায় হত্যাচেষ্টা, চুরি ও মারপিটের অভিযোগে আহত রায়হানের বাবা হায়দার আলী সরকার ওই মার্কেট নির্মাণের ঠিকাদার আব্দুল মান্নান আকন্দকে প্রধান আসামী করে ৫১ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা( মামলা নং- ৮৯৪/২২) দায়ের করেন। সেই মামলায় প্রধান আসামি হিসেবে জামিন নিতে বুধবার সকালে সদর আমলী আদালতে হাজির হন আব্দুল মান্নান আকন্দ। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালতে আব্দুল মান্নান আকন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এরপর বৃহস্পতিবার সকালে  আব্দুল মান্নান আকন্দের পক্ষে আইনজীবী এড. রেজাউল করিম মন্টু দায়রা আদালতে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেন।  সেই আবেদনও নাকচ করে দেন আদালত।

বাবু/জাহিদ








« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত