টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরের পানিতে ডুবে আলামীন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কুরমুশি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আলামীন ওই এলাকার আবু হানিফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু। পরিবার ও এলাকাবাসী জানায়, পরিবারের লোকজন সাংসারিক কাজে ব্যস্ত থাকায়। ওই সময় আলামীন অন্যান্য ছেলেদের সাথে বাড়ীর পাশে পুকুর পাড়ে চলে যায় গোসল করতে।
সাতার না জানায় শিশুটি সবার অজান্তে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে দেখে পুকুরে তার মরদেহ ভেঁসে ওঠে। তারপর পরিবারের লোকজন মিলে পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।
বাবু/জাহিদ