মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নবীনগরে জিপিএস পাঠাগারে পাঠচক্রের পুরষ্কার বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪২ PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর এলাকায় “বদলে দেবে কিশোরের চিন্তার ভূবন, বদলে দেবে গ্রাম, বদলে দেবে দেশ।” এই প্রতিপাদ্যে প্রতিষ্ঠিত গ্রাম-পাঠ-সংঘ (জিপিএস) পাঠাগারে তৃতীয় বারের মতো ৩০টি পাঠচক্রের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সমবায় মার্কেটের ৩য় তলায় জিপিএস পাঠাগার কার্যালয়ে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিক মোহাম্মদ শহীদুল্লাহ্'র সভাপতিত্বে এবং জিপিএস পাঠাগারের প্রতিষ্ঠাতা যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিশিষ্ট লেখক মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায়, শিক্ষক স্বরূপ কুমার সাহার সঞ্চালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মো. আবু মোছা।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক, সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন উজ্জ্বল, সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জামাল উদ্দিন, প্রভাষক মো. জাহিদুল হক, সহকারী শিক্ষক শামসাম তাজিল, গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান স্বপন, আবৃত্তিকার শুভেন্দু চক্রবর্তী শুভ প্রমুখ। 

উপস্থিত বক্তারা জিপিএস পাঠাগারের এ আয়োজনকে সাধুবাদ জানান। পড়াশোনার পাশাপাশি শিশুদের মেধা-মননকে বিকশিত করতে, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। বক্তব্য শেষে জিপিএস পাঠাগারের নিয়মিত পাঠক হিসেবে বক্তৃতা, আবৃত্তি, বুক রিভিউ ইত্যাদি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রায় অর্ধশত স্কুল শিক্ষার্থীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনের মাঝে ক্রেস্ট এবং বাকীদের হাতে মহামূল্যবান পুরষ্কার বই তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত