বাগেরহাটের শরণখোলার লাকুড়তলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি পোষাক তৈরির কারখানা, একটি মাছের আড়ৎ ও একটি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে অবকাঠামো ও মালামাল নিয়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
বেশি ক্ষতিগ্রস্ত মেসার্স ভাই-বোন ফ্যাশনের মালিক আনোয়ার গাজী জানান, তার কারখানায় ট্রাউজার, গেঞ্জিসহ শীতের পোষাক তৈরি করা হতো। এসব তৈরি পোষাক তিনি উপজেলার বিভিন্ন দোকানে বিক্রি করতেন। শুক্রবার তার কারখানাটি বন্ধ ছিল। এ অবস্থায় আগুন লেগে কারখানার চারটি জুকি মেশিন, পোষাক তৈরির বিভিন্ন ধরণের কাপড় ও অন্যান্য মালামাল মিলিয়ে তার ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মেসার্স মোল্লা ফিশের মালিক জলিল মোল্লা জানান, আগুনে তার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। মামুনুর রশিদ মামুন জানান, তার বসতঘরের আংশিক ও বিভিন্ন ধরণের মালামাল পুড়ে গেছে। এতে তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শরণখোলা ফায়ার সর্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফিরোজ আলী জানান, বন্ধ থাকা পোষাক তৈরির কারখানা থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় যথাসময়ে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরণের ক্ষতির হাত থেকে বাজারটি রক্ষা পেয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শন করা হয়েছে। সরকারি বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহযোগিতার চেষ্টা করা হবে।
বাবু/জাহিদ