মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ডোমারে বিয়ের দাবিতে ইউপি সদস্যের বাড়িতে প্রেমিকা
রতন কুমার রায়, ডোমার ( নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৬ PM আপডেট: ২৩.০৯.২০২২ ৬:৪৯ PM
নীলফামারীর  ডোমারে এক ইউপি সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন প্রেমিকা রজিফা আক্তার (৩০) নামের এক নারী। উপজেলার হরিনচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য প্রেমিক মো. মাহবুর রহমানের বাড়িতে বুহস্পতিবার রাত ১০টার দিকে অবস্থান নিয়েছেন তিনি।

প্রেমিকা বাড়িতে অবস্থান নেওয়ার খবরে বাড়ি থেকে পালিয়ে গেছেন কথিত প্রেমিক ইউপি সদস্য মাহবুর রহমান। মাহবুর রহমান হরিনচড়ার বটতলী এলাকার রফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। প্রেমিকা রজিফা আক্তার নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা এলাকার আব্দুল লতিফের মেয়ে।

প্রেমিকা রজিফা আক্তার জানান, মোবাইল ফোনের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরেই ধারাবাহিকতায় প্রেমিক ইউপি সদস্যর সাথে একাধিকবার তিনি দেখা সাক্ষাত করেন। এরেই এক পর্যায়ে তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেন। গত ২১ সেপ্টেম্বর সন্ধায় প্রেমিক ইউপি সদস্য মাহবুর রহমান আমার সাথে দেখা করতে আসে। এ সময় তিনি আমার কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নিয়ে আমার বাড়ির সামনে এক বাগানবাড়িতে আমাকে জোরপূর্বক। নিয়ে এসে আমাকে আবারো বিয়ের প্রস্তাব দিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা তাকে আটক করলে, স্থানীয়দের ম্যানেজ করে সে পালিয়ে আসে। ঘটনা আমার বাড়িতে জানার পর পরিবারের লোকজন আমাকে বাড়িতে ঢুকতে না দেয়ায় বিয়ের দাবি নিয়ে আমি মেম্বার মাহবুর রহমানের বাড়িতে এসেছি। আমার আসার খবর পেয়ে সে পালিয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যান রাসেল রানাকে বিষয়টি আবগত করি। তিনি আরো বলেন আমি তাকে অনেকবার ফোন দিলেও তিনি ফোন না ধরায় বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়েছে। 

স্থানীয়রা জানায়, ইউপি সদস্য মাহবুর একাধিক নারী কেলেঙ্কারীর ঘটনার সাথে জড়িত। এর আগেও তিনি এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পরে। সেই সময়ের অডিও রেকর্ড ভাইরাল হয়েছিলো। তবে স্থানীয়রা জানিয়েছেন বিষয়টি টাকা দিয়ে মিমাংসার চেষ্টা চলছে। ইউপি সদস্য মাহবুর রহমান তার বাড়িতে এক নারীর অবস্থানের কথা নিশ্চিত করে জানান, স্থানীয় চেয়ারম্যান ও আমার বিপক্ষদল আমাকে হেয় করার জন্য এ কাজটি করিয়েছে। মেয়েটিকে তিনি চিনেন না বলে জানান। ইউপি চেয়ারম্যান রাসেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য মাহাবুরকে আসতে বলা হলেও তিনি আসেননি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত