শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
আটপাড়ায় মাছের পোনা অবমুক্তকরণ
তানজিলা আক্তার রুবি, আটপাড়া (নেত্রকোণা)
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৫ PM আপডেট: ২৪.০৯.২০২২ ৭:০৮ PM
নেত্রকোণার আটপাড়া উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে দেশীয় প্রজাতির ( রুই, কাতল, মৃগেল, কালিবাউশ) মাছের পোনা অবমুক্তকরণ করেন সংসদ সদস্য অসীম কুমার উকিল। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, আটপাড়া উপজেলা মৎস্য অফিসার আজহারুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, থানার ইনচার্জ জাফর ইকবালসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ উদ্বোধনী অনুষ্ঠানে ১২টি পুকুর ও নদীতে ৫০০ কেজি কার্প জাতীয় প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। যা বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে মাছের পোনা ক্রয় করেন বলে জানান, উপজেলা মৎস্য অধিদপ্তর।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত