ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রী বেশে অটো রিকশাতে উঠে অটো ছিনতাই করে পালানোর সময় মিয়া হোসেন(২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে চরআলগী ইউনিয়নের কামারের চর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।শুক্রবার রাত আড়াইটার দিকে পাগলা থানাধীন মলমল গ্রাম থেকে পুলিশের উপ পরিদর্শক মদন সিং এর নেতৃত্বে টহলরত পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করে।
জানা যায়,শুক্রবার রাত ১২ টার দিকে পাশ^বর্তী শ্রীপুর উপজেলার বরকুলবরমী গ্রামের আঃ মতিনের ছেলে অটো রিকশা চালক হাতেম আলী(৬০) বরমী বাজারের অটোস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষমান ছিল।এসময় ছিনতাইকারী মিয়া হোসেন যাত্রী বেশে বোনের অসুস্থতার কথা বলে বোনের বাড়ি গফরগাঁওয়ে যাওয়ার জন্য হাতেম আলীর অটো রিকশাটি ভাড়া করে রওনা করে।পাগলা থানাধীন মীরারটেক গ্রামে নির্জন জায়গায় এসে ছিনতাইকারী মিয়া হোসেন চালক হাতেম আলীকে চুল কাটার কাঁচি দিয়ে ঘাড়ে ও গলায় আঘাত করে অটো রিকশা থেকে ফেলে দিয়ে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা আহত চালক হাতেম আলীর চিৎকারে এগিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশে খবর দেয়।খবর পেয়ে টহলরত পুলিশের একটি দল এস আই মদন সিং এর নেতৃত্বে এলকাবাসীর সহায়তায় রাত আড়াইটার দিকে মলমল গ্রাম থেকে ছিনতাইকারী মিয়া হোসেন কে গ্রেফতার করে অটো রিকশাটি উদ্ধার করে।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন,ছিনতাইকারী মিয়া হোসেনকে শনিবার সকালে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়।
-বাবু/এ.এস