বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
কারাভোগ করে দেশে ফিরলেন ভারতীয় যুবক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৪ PM আপডেট: ২৫.০৯.২০২২ ৩:৩৬ PM
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ১৭ মাস পর নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে আখাউড়া ইমিগ্রেশ পুলিশ আগরতলা ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। ভারতীয় ওই নাগরিক হলো ত্রিপুরা রাজ্যের দক্ষিণ উনকোটি জেলার ইরানি থানার মাগুর আলী গ্রামের মো. আফরোজ আলীর ছেলে মো. তাজমুল হোসেন (৩২)। এ সময় তার ভাই নামজুল হোসেন উপস্থিত ছিলেন।  

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সনের ২১ মে ভারতীয় নাগরিক তাজমুল হোসেন বাংলাদেশে স্বজনদের দেখার জন্য মৌলভী বাজার জেলার কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবি আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ তাকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পরে দীর্ঘ ৬ মাস পর বিজ্ঞ আদালত তাকে ৩ দিনের কারাদণ্ড এবং ৫ শ টাকা জরিমানা করেন। সাজা শেষে দুই দেশের সরকারি পর্যায়ের বিভিন্ন পক্রিয়া শেষে ভারতে ফেরত নেওয়ার ব্যাপারে ১৬ সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সম্মতি পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে রোববার দুপুরে তাকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্ট দিয় ফেরত পাঠানো হয়। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস, আখাউড়া থানার সাব ইন্সপেক্টর নিয়ামুল হোসাইন, বিজিবি আখাউড়া আইসিপির কোম্পানী কমান্ডার সুবেদার সাদিকুর রহমান, নায়েক মো. মোস্তাফিজুর রহমান, আগরতলার বটতলা থানার এসআই অভিজিত, আগরতলা ইমিগ্রেশন পুলিশের সহকারি পরিচালক ডি বড়ুয়া প্রমুখ। 

আখাউড়া চেকপোষ্টের সীমান্তের শূণ্য রেখায় তাজমুল হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের পূর্ব পুরুষেদের বাড়ি বাংলাদেশের মৌলভী বাজার জেলায়। আমি আত্মীয় স্বজনকে দেখার জন্য বাংলাদেশে এসেছিলাম। পরে বিজিবি আমাকে আটক করে পুলিশে দেয়। পুলিশ  কোয়ারেন্টাইন করিয়ে মৌলভীবাজার জেল কারাগারে পাঠায়। সেখানে ৬ মাস থাকার পর আমাকে আদালতে উঠানো হয়। আদালত আমাকে ৩ দিনের সাজা দেয়। তারপর দেশে কাগজপত্র পাঠায়। আজকে দেশে ফিরে যেতে পেরে আমার খুব ভালো লাগছে। 

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত