নেত্রকোনার কেন্দুয়াতে এবছর ৪৮টি পূজামন্ডপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
দূর্গাপূজা সামনে রেখে স্ব স্ব মন্ডপ পরিচালনা কমিটি মন্ডপ পরিষ্কার পরিচ্ছন্নসহ পূজার সকল ধরনের কার্যক্রম প্রায় শেষের দিকে।
এরই মধ্যে উপজেলার সকল মন্ডল গুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করছে বলে জানান কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক বাবু শুসেন সাহা রায়।
দুর্গোৎসবে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ৪৮টি পূজা মন্ডপ পরিচালনা কমিটিকে দিকনির্দেশনা সহ নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন।
কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকারের সংঙ্গে পূজা সংক্রান্ত সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিতে গেলে তিনি জানান, ইতোমধ্যে, কেন্দুয়া উপজেলায় ৪৮ পূজা মন্ডপের মধ্যে পৌর সদরে হরিসভা দূর্গা মন্দিরে সি সি টিভি ক্যামেরার উদ্ভোধন করেন কেন্দুয়া- আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।
পর্যায়ক্রমে প্রতিটি মন্ডপে ২ টি করে সি সি টিভি ক্যামেরা সংযোগ করা হয়েছে যাহা সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করবে বলে জানান কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আলী হোসেন পিপিএম।
কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ৪৮ পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে, কেন্দুয়া পৌরসভা ৪টি, কান্দিউড়া ইউনিয়নে ১টি, চিরাং ইউনিয়নে ৪টি, নওপাড়া ইউনিয়নে ৬টি, মাসকা ইউনিয়নে ১টি, বলাইশিমুল ইউনিয়নে ২টি, আশুজিয়া ইউনিয়নে ৭টি, দলপা ইউনিয়নে ৩টি, গড়াডোবা ইউনিয়নে ৩টি, গন্ডা ইউনিয়নে ২টি, সান্দিকোনা ইউনিয়নে ২টি, রোয়াইলবাড়ী ইউনিয়নে ৬টি, পাইকুড়া ইউনিয়নে ৫ টি, মোজাফরপুর ইউনিয়নে ২টি সর্বমোট ৪৮টি পূজা মন্ডপেই শারদীয় দূর্গাপূজা উদযাপন করা হবে বলে জানান, কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার।
-বাবু/এ.এস