ফেনীর সোনাগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় ও বাঁধন সোনাগাজী শাখার আয়োজনে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে সোমবার সকালে মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতা ভোগীদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউজ্জামান বাবু। প্রশিক্ষক হিসেবে ছিলেন বাঁধন সোনাগাজী শাখার নির্বাহী পরিচালক মোঃ ইকবাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাঁধন সোনাগাজী শাখার উন্নয়ন কর্মকর্তা তানজিনা আক্তার। প্রশিক্ষন কর্মশালায় মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতা ভোগী ৩০জন নারী অংশ গ্রহন করেন। কর্মশালায় গর্ভাবস্তায় মায়ের যত্ন, পুষ্টি ও শিশুর যত্ন বিষয়ে আলোচনা হয়।
-বাবু/এ.এস