কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের একদিন পর পুকুরের পানি থেকে মাহিম (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জারইতলা ইউনিয়নের উত্তর জাল্লাবাদ গ্রামের একটি ফিশারিতে তার মরদেহ পাওয়া যায়।
নিহত মাহিম ওই গ্রামের সওদাগর আলীর ছেলে। তিনি একই গ্রামের আবু বকর মাস্টারের ফিশারিতে কাজ করতেন। রোববার বিকাল তিনটার দিকে ফিশারি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান পাওয়া যায়নি, আজ সকালে মাহিমের মরদেহ ফিশারির পুকুরে ভেঁসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর আলী আরিফ জানান, মাহিমের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করেছেন। মৃত্যুর কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাবু/জাহিদ