শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
সোনাগাজীতে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রমের উদ্বোধন
হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৬ PM
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ইউনিয়ন গুলোতে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। ছবি তোলার অংশ হিসেবে রোববার হতে, চরদরবেশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত কার্যক্রম চলমান রয়েছে। আগামী (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত এ ইউনিয়নের ভোটারদের ছবি তোলা হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রতিদিন তিন ওয়ার্ড ভাগ করে নতুন ভোটারদের ছবি তোলার কাযর্ক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এরপরে ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ৬ অক্টোবর  থেকে ১০ অক্টোবর পর্যন্ত নবাবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ও ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত  সোনাগাজী পৌরসভা ভবনে উক্ত ছবি তোলা কার্যক্রম চলবে। এ ছাড়া পরবর্তীতে উপজেলার সকল ইউনিয়নে বাদপড়া ভোটারদের ছবি তোলা হবে উপজেলা নির্বাচন অফিসে আগামী ৩ ও ৫ নভেম্বর।

সোনাগাজী উপজেলা নির্বাচন অফিসার পল্লবী চাকমা জানান, এবার উপজেলায় নতুন ভোটারের সংখ্যা আনুমানিক ২২ হাজার জন হতে পারে। তাদের নিজস্ব কেন্দ্রে ছবি তোলার জন্য ভোটারদের হাজির হতে অনুরোধ করেন তিনি।

বাবু/জাহিদ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত