নেত্রকোণারর মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টায় রুদ্রশ্রীগ্রামে কারি শফিকুল ইসলাম (৬০) নামে একজন স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৭ জন। এ ঘটনাটি ঘটেছে ফতেপুর ইউনিয়নে রুদ্রশ্রী গ্রামে ছুরির আঘাতে নিহত শফিকুল ইসলাম তারাইল উপজেলাধীন মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রুদ্রশ্রী গ্রামের মোবারক ও তার স্ত্রী মুন্নি আক্তার স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া সৃষ্টি হলে, ঝগড়া ফেরাতে যান প্রতিবেশী শফিকুল ইসলাম ওরফে গজারিয়া হুজুর। স্বামী মোবারক তার স্ত্রীকে মারধর করার কারণে, স্ত্রী মুন্নি আক্তার বাবার বাড়ি ফতেপুর মোড়ল পাড়া গিয়ে নালিশ করে। পরবর্তীতে মুন্নি আক্তারের পিতা আবু মুন্সি (৬৫) ও তার ছেলে জুবায়ের (৩৫), তার ছোট ভাই হেদায়েত, তার বোন মুন্নী আক্তার কে মারধর করার কারণে ভগ্নিপতি মোবারক হোসেনকে মারার জন্য আসে। এমন সময় ঝগড়া থামাতে যান প্রতিবেশী শফিকুল ইসলাম ওরফে গজারিয়া হুজুর।
ঝগড়া ফেরাতে যাওয়ার সময় হঠাৎ ছুরিকাঘাতে লাগে শফিকুল ইসলামের পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে যাওয়ার পথে নিহত হন শফিকুল ইসলাম ।
এ বিষয়ে মদন থানা ওসি মোহাম্মদ ফেরদৌস আলম তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাবু/জাহিদ