শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
রহিম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
বগুড়া ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৫ PM
বগুড়ার গাবতলী উপজেলার পাঁচ কাতুলি চরপাড়া গ্রামের আব্দুর রহিম হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন নিহত আব্দুর রহিমের পরিবারের সদস্যরা। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নিহত আব্দুর রহিমের ভাবী সেলিনা বেগম। তিনি বলেন, আব্দুর রহিমের হত্যাকারীরা হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার কুউদ্দেশ্যে গত ২৮ আগস্ট বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন রাহেলা বেগম নামে আসামি পক্ষের একজন নারী। 

ওই নারী দাবি করেছিলেন, আব্দুর রহিম হত্যা মামলার প্রকৃত আসামিদের নাম অন্তর্ভুক্ত না করে নির্দোষ ব্যক্তিদের আসামি করে হয়রানী করা হচ্ছে। এ ছাড়াও তিনি বলেন, বাদী পক্ষের লোকজন আসামিদের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে। এ ব্যাপারে গতকাল আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে বলা হয়, আসামিপক্ষের লোকজন আব্দুর রহিম হত্যা মামলা থেকে বাঁচতে হত্যা মামলার বাদী ও সাক্ষীগণের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করে। সংবাদ সম্মেলনে সেলিনা বেগম বলেন, ২৮ আগস্ট সংবাদ সম্মেলনে রাহেলা বেগম যেসব তথ্য উপস্থাপন করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।

গত ২৯ জুলাই আব্দুর রহিমকে হত্যার অভিযোগে আব্দুর রহিমের স্ত্রী ফজিলা বেগম বাদী হয়ে ১০ জন আসামির নাম উল্লেখ পূর্বক গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার এজাহারভুক্ত একজন আসামিকে পুলিশ গ্রেফতার করে। উক্ত সংবাদ সম্মেলনে আসামি পক্ষের দ্বারা আব্দুর রহিম হত্যা মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহার। এবং উক্ত হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত আব্দুর রহিমের স্ত্রী ফজিলা বেগম, মা, ভাই, বোনসহ অনেকে।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত