সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
নবীনগরে উপজেলা গণগ্রন্থাগার উদ্বোধন
মো. কামরুল ইসলাম, নবীনগর
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৭ PM আপডেট: ২৬.০৯.২০২২ ৭:০১ PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা গণগ্রন্থাগারটি উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সংস্কারকৃত গণগ্রন্থাগারটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

তিনি তার বক্তব্যে বলেন, নবীনগরের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছি, শিক্ষা সংস্কৃতির বিকাশে উপজেলা প্রশাসনের এই ধরণের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই গ্রন্থাগার আর কখনো বন্ধ হবে না। শুক্রবার ব্যতিত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮ পর্যন্ত গ্রন্থাগার জনসাধারণের জন্য খোলা থাকবে। শিক্ষার্থী ও তরুণ সমাজকে গ্রন্থাগারমুখী করতে সুধীসমাজের প্রতি আহ্বান জানান তিনি।

বক্তব্য রাখেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার, কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দীন মনির, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, মো. আহসান উল্লাহ, মাহবুবুল হক, আসাদুজ্জামান কল্লোল, গৌরাঙ্গ দেবনাথ অপু, মোস্তাক আহাম্মদ উজ্জ্বল, আব্বাস উদ্দিন হেলাল, হাফেজ শাহাদাৎ হোসেন, শাহিন রেজা টিটু, জামাল হোসেন পান্না, মুহাম্মদ জাহিদুল হক, জাকির হোসেন, মিঠু সূত্রধর পলাশ, নাদিরা সুলতানা প্রমুখ। । এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। 

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত