সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
খাগড়াছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৪ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় পুকুরে ডুবে ফারহান হোসেন (২.৫) ও নুসরাত আক্তার (২) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ফারহান হোসেন মুসলিম পাড়া এলাকার মো. কামাল হোসেন এর ছেলে। অপরদিকে নিহত শিশু নুসরাত আক্তার একই এলাকার মোহাম্মদ নুর আলমের মেয়ে। নিহত শিশুদের পিতা মো. কামাল হোসেন ও মোহাম্মদ নুর আলম সম্পর্কে চাচা ভাতিজা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম বলেন, শিশু দুইটি একসাথে পুকুরের পাড়ে খেলা করছিলো। হঠাৎ বেখেয়ালে পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশু দুইটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রমেশ চাকমা বলেন, হাসপাতালে পৌছনোর আগেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত