শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
মাগুরায় আইনজীবীদের সাথে বিচারপতির মতবিনিময়
লিটন ঘোষ জয়, মাগুরা
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৮ PM
মাগুরায় জেলা আইনজীবীদের সাথে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাই কোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবু আয়ুব বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাই কোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, মাগুরা জেলা ও দায়রা জজ কামরুল হাসান, জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট এস্কেন্দার আজম বাবলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম ও সিনিয়র এ্যাডভোকেট আব্দুল মজিদ প্রমুখ।

এ সময় জেলা জজ আদালতের বিচারকবৃন্দ ও জেলার সকল আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী বলেন, দেশ গঠনে ও মানব সেবায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালতের বিচারকবৃন্দ ও আইজীবীদের সততার সাথে দায়িত্ব পালনে সবাইকে এক সাথে কাজ করতে হবে। মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়িতে হবে। 

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত