বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
বর্নাঢ্য আয়োজনে কক্সবাজারে পর্যটন মেলা-বিচ
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৭ PM
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৭ দিন ব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কক্সবাজার লাবনী পয়েন্ট থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসন ও বিচ ম্যানেজম্যান্ট কমিটির যৌথ উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস ও ৭ দিন ব্যাপী পর্যটন মেলা উদ্বোধন করেন৷ কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নেতৃত্বে র‌্যালিতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ট্যুরিস্ট পুলিশ হোটেল মোটেল গেস্ট হাউজ, পর্যটন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন অংশ নেন।

পরে সৈকতের লাবনী পয়েন্টে পর্যটনের নতুন ভাবনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, কক্সবাজারের পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

৭ দিন ব্যাপী এই বিচ কার্নিভালে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখাইনদের নৃত্য অনুষ্ঠানসহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে৷

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত