বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৬ PM
সিরাজগঞ্জের শাহজাদপুরে সালাম আলী নামে এক শিশুকে আপহরণের পর হত্যার অভিযোগে আমির চাঁন (২৮) নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড জরিমারা করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১১টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আমির চাঁন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। এই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার  রাশেদুল  ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশু সালাম আলী শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২ আগষ্ট বিকেলে শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ীর উঠানে আসামি আমির চাঁনসহ শিশু মুসা, সুমাইয়া, ইয়াসিন ও ভিকটিম সালাম আলী ফুটবল খেলছিলো। ফুটবল খেলা শেষে প্রতিবেশি আমির চাঁন শিশু সালাম আলীকে কৌশলে তার বাড়িতে নিয়ে আটক রাখে। এর পর বিভিন্ন সময় তার পরিবারের কাছে দশ লাখ, তিন লাখ, দেড়লাখ টাকা মুক্তিপণ দাবী করে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখে। অত:পর মুক্তিপণের টাকা না পেয়ে শিশু সালাম আলীকে শ্বারোধে হত্যা করে লাশ পাশ্ববর্তী জাকিরুল ও আব্দুল লতিফের কুয়ার মধ্যে ফেলে রাখে আমির চাঁন।

এদিকে সালাম আলীর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে সালাম আলীর সন্ধ্যান না পেয়ে, তার মা আম্বিয়া খাতুন ২০১৮ সালের ১১ আগষ্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ আমির চাঁনকে গ্রেপ্তার করলে সে ঘটনার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে পাশ্ববর্তী আব্দুল লতিফ ও জাকিরুলের কুয়ার মধ্য হতে সালাম আলীর লাশ উদ্ধার করে।

আসামি আমির চাঁন ঘটনার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলা চলাকালে ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার বিচারক আমির চাঁনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত