নীলফামারীর ডোমার উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্ত:ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় এবং সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই মঞ্চে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ সেপ্টম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে পৃথক ভাবে সভা দু’টি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানার সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মির্জা মুরাদ হাসান বেগ,উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু।
এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ডা. জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী,পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাম কৃষ্ণ বর্মণ, সাধারন সম্পাদক অমরজিৎ সিংহ, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ঈদ্রীস আলী ও উপস্থিত ইউপি চেয়ারম্যানগন।
সভা শেষে সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ১০২টি দূর্গাপূজা মণ্ডপের সভাপতি, সম্পাদকের হাতে দুইলক্ষ চার হাজার টাকা ও প্রতি মণ্ডপে ৫০০ কেজি করে টিআর প্রকল্পের চাল বিতরণ করা হয়েছে।
বাবু/জাহিদ