সোনাগাজী থানার আয়োজনে ১নং বিট পুলিশিং এ (পৌর সভা ১-৩ ওয়ার্ড) ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর সভার নাছির উদ্দিন অপুর বাড়ির দরজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার (ওসি) ইনচার্জ মো. খালেদ হোসেন। সোনাগাজী মডেল থানার স্যাকেন্ড অফিসার আরিফুল করিম দোলন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সোনাগাজী মডেল থানার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম, উপ পরিদর্শক আবু বকর, এএসআই জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু, কাউন্সিলর মো. মোস্তফা, হেদায়েত উল্যাহ প্রমুখ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, ইভটিজিং সহ আইনশৃঙ্খলা বজায় পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।
বাবু/জাহিদ