নিরাপদ ও উৎসবমূখর পরিবেশে শারদীয় দূর্গা পুজা উৎযাপনের লক্ষে নীলফামারীর ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ডোমার থানা চত্ত্বরে এ ব্রিফিং প্যারেড করে পুলিশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবীর সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপ্স) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোঃ মশিউর রহমান, উপজেলা আনসার ভিডিপি অফিসার কল্পনা রানী প্রমূখ।
প্রধান অতিথি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্য বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পুজা সম্পূর্ণ করতে সতর্ক থাকতে হবে।
-বাবু/এ.এস