বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে নৌ পুলিশের উদ্দ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কফিল উদ্দিন নৌ পুলিশ সুপার বরিশাল অঞ্চল। মা ইলিশ রক্ষার জন্য হিজলা উপজেলার জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন, হিজলা নৌ পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে।
এসময় আরোও বক্তব্য রাখেন, হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন .বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি আলাহাজ এনায়েত হোসেন হাওলাদার ,হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি জাকির হোসেন সিকদার।
আরো উপস্থিত ছিলেন হিজলা উপজেলার বিভিন্ন পেশার মানুষ ও উপজেলা সাংবাদিকবৃন্দ হিজলা উপজেলার ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সদস্য, মৎস্য ব্যবসায়ী ও সাধারণ জেলেরা।
সভায় ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পযন্ত ২২ দিন হিজলার নদ-নদীতে জেলেদের মাছ না ধরার জন্য অনুরোধ করেন বক্তারা। এ সময় জেলেরা সামান্য লাভের আশায় নদীতে গিয়ে মামলা হামলার শিকার হয়ে পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানান।
-বাবু/এ.এস