বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
আখাউড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৫:১২ PM
‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এই প্রতিপাদ্যে শনিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে সকালে পৌরশহরের সড়ক বাজারস্থ সংগঠনের কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। এসময় বয়স্ক ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে গিয়ে শেষ হয়। পরে সংঘের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
প্রবীণ সংঘের সভাপতি মো. কাদিরুজ্জামানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চম্বকনগর কলেজের সহকারি অধ্যাপক শংকর প্রসাদ মিত্র। এসময় বক্তব্য রাখেন আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিন, মো. নাজির হোসেন ভূইয়া, মাহমুদুল হক সরকার, মো. সিদ্দিকুর রহমান প্রমুখ। আলোচনার শুরুতে সংঘের সাবেক সিনিয়র সভাপতি মধুসুদন পাল এবং সদস্য মিনা রানি ঘোষের প্রয়ানে শোক প্রস্তাব করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ চৌধুরী।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত