ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন করলেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
শনিবার (১ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বহুতল ভবন উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক হুমায়ুন কবির এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, শ্যামগ্রাম ইউপি পরিষদ চেয়ারম্যান শামসুজ্জামান খান মাসুম।
বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা ও সিফাতুল এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মাঈশা, রিমি, মোর্শেদ, আজওয়াদ সিদ্দিকী আরাবি প্রমুখ।
এমপি এবাদুল করিম বুলবুল শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে মায়েদের প্রতি আহ্বান জানান। এসময় বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ছিল।
বাবু/জাহিদ