বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
নবীনগরে মউশিকের কমিটি গঠন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৬:২৬ PM আপডেট: ০১.১০.২০২২ ৬:৩০ PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মউশিক এর কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ জামে মসজিদে এক আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের আওতায় পরিচালিত। মসজিদ ভিত্তিক উপ-আনুষ্ঠানিক বিস্তার কার্যক্রম (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশের এর নবীনগর উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে।

মাওলানা আশরাফ উদ্দিন কে সভাপতি ও মাওলানা আমিনুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম সভার প্রধান মেহমান মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক ঘোষণা করেন। সভাপতিত্ব করেন মাওলানা মো. কামাল উদ্দিন। 

মাওলানা আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান মাসুদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা শাখার সভাপতি মাওলানা মো. শিব্বির আহমদ, সহসভাপতি হাফেজ মাওলানা মুস্তাক আহমদ ও  মাওলানা আতিকুর রহমান। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত