শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সীমান্তে টাস্কফোর্সের অভিযানে ২৪২ বস্তা সুপারি জব্দ
রীনা হায়াৎ, কলমাকান্দা
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৮:৩৪ PM
নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে টাস্কফোর্স অভিযানে ২৪২ বস্তা সুপারি ভারতে পাচারকালে জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।

শনিবার (১ অক্টোবর) শনিবার বিকেল ৪টায় নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়নে। গোপন সূত্রের ভিত্তিতে, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সঙ্গীয় বিওপি সদস্যের একটি টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে। সীমান্ত মেইন পিলার ১১৭২ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি বলখেলা মাঠের পশ্চিম পাশ নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। জব্দকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

যার বাজার মূল্য ৪০ লাখ টাকা। জব্দকৃত চোরাচালান সুপারী নেত্রকোণার কাষ্টমস্ অফিসে জমা করা হবে।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত