শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ডোমারে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৪:৩৮ PM আপডেট: ০৪.১০.২০২২ ৪:৪০ PM
নীলফামারীর ডোমারে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। সোমবার (৩ অক্টোবর) রাত ৮টার সময় হরিসভা কেন্দ্রীয় মন্দিরে তিনি পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, জেলা পুনাক সভানেত্রী মৌসুমি ওয়াদুদ চাঁদনী, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার পূজা মণ্ডপ দেখতে আসা মানুষদের সাথে কথা বলেন। সাধারণ মানুষজন পুলিশ সুপারকে কাছে পেয়ে সুষ্ঠভাবে পূজা সম্পন্ন করতে বিভিন্ন মতামত দেন।

এরপর তিনি পূজা আয়োজনকারী ও সনাতন ধর্মালম্বী নেতাদের সাথে মতবিনিময় করেন। শারদীয় দুর্গা উৎসবে আইশৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশাংসা করেন ধর্মীয় নেতারা।

সেই সাথে উপজেলার ১০২টি মণ্ডপে সিসি ক্যামারার আওতায় আনার জন্য পুলিশের সহায়তার কথাও তারা স্বীকার করেন। শেষে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পুলিশ ও আনসার সদস্যদের আইশৃংখলা রক্ষার জন্য দিক নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেন।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত