‘সময়ের অঙ্গীকার ,কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় অনুষ্ঠানটির আয়োজন করে। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষক আয়েশা সিদ্দিকা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনায় কন্যা শিশু আলিফ নুরা, আখি মনি, শ্রাবনী ও রুমি কন্যা শিশুর অধিকার ও বাস্তবায়নে তাদের কথা তুলে ধরেন। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকতা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাবু/জাহিদ