নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা কৈইলাটি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের জায়গা দখলে নিয়ে বসতভিটা নির্মাণ করার অভিযোগ উঠছে স্হানীয় এক ব্যাক্তির বিরুদ্ধে।
জানা যায় কৈইলাটি ইউনিয়নের হোগলী গ্রামের ৮০নং হোগলী কনুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই স্কুলটি স্হাপিত হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠিতা ছিলেন একই এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী মোহাম্মদ সুলতান আহমেদ খান।
তিনি নিজে তিলে তিলে জায়গা অর্থ এবং সার্বিক সহযোগিতা নিয়ে গড়ে তোলেন এই অবহেলিত জায়গায় একটি স্কুল এই স্কুলটি পরবর্তীত সময়ে এটিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে পরিচিত পায়। এবং বহুলতল ভবন নির্মাণের উদ্যোগ নিতে চাইলে কর্তৃপক্ষ হটাৎ থেমে যায় এবং এনিয়ে অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষ। অভিযোগে জানা যায় এই স্কুলের পার্শবতী আশাদ মিয়া পিতা মৃত রঙ্গু মিয়া নামে এক ব্যাক্তি প্রায় ২০ শতাংশ জায়গা বসত বাড়ি করে দখলে নেয়।
পরে স্কুল কর্তৃপক্ষের বহুতল ভবন নির্মাণ কাজ করতে পারছে না জায়গা বেদখল থাকার করণে। ফলে স্কুল ছাত্রছাত্রীদের স্কুলের শিক্ষকরা টিনের চালা ঘরে ক্লাস নিতে হচ্ছে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যকর্ম, ছাত্র ছাত্রীদের স্কুল মাঠ না থাকায় খেলাধুলা করতেও হয় অসুবিধা। পাঁচটি গ্রামের শিশুদের জন্য এই একটি স্কুল। এব্যাপারে অভিযোক্ত আসাদ জানান আমার এখানে যদি স্কুল জায়গা পায় তাহলে তো আমার জায়গা দিতে হবে। দখল রাখা জায়গা নিজের নামে কি না এই বিষয়ে জিজ্ঞেস করলে উনি কোন সঠিক উত্তর দিতে পারেনি।
বাবু/জাহিদ