শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ঈশ্বরগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
আর.কে রাজু, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৪:০৩ PM
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন। অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী এ কৃষি মেলার উদ্বোধন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র  মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান প্রমুখ।  উদ্বোধনের আগে  উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য  র‌্যালি শেষে মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

কৃষিবিদ নুসরাত জামান বলেন, ফলদ-বনজ, ঔষধি গাছ এমনকি ভাসমান বেডে সবজি চাষ ও মডেল গ্রামসহ মোট ২০টি স্টল রয়েছে এ মেলায়। রয়েছে বিভিন্ন ধরনের বীজ ও সনাতন কৃষি সরঞ্জামাদী প্রদর্শন। এ মেলা চলবে আগামী ১৫ অক্টোবর  পর্যন্ত। সর্বস্থরের জনসাধারণকে মেলা পরিদর্শনের আহ্বানও জানান তিনি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত