শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত ব্যক্তি
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৪:৪১ PM আপডেট: ১৩.১০.২০২২ ৪:৪৪ PM
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক ব্যক্তি (৫০) চিকিৎসাধীন রয়েছে। চিলাহাটি স্টেশন মাস্টার মো. রুহুল আমিন জানান, বৃহষ্পতিবার (১৩ অক্টোবর) সকাল আটটায় সীমান্ত ট্রেনে আনুমানিক ৫০ বছর বয়সী এক যাত্রীকে অচেতন অবস্থায় ট্রেনের গার্ড ও পুলিশ চিলাহাটি স্টেশনে নিয়ে আসে। 

আমি দ্রুত সময়ে আরএনবি’র লোক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেই। ধারনা করা হচ্ছে অজ্ঞান পার্টিরা ওই লোককে অচেতন করে সব কিছুই নিয়ে পালিয়ে গেছে। তার সাথে কোন কাগজপত্র কিংবা মোবাইল ফোন না থাকায় তার পরিচয় পাওয়া যায়নি।

ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তপন কুমার রায় জানান, চিলাহাটি স্টেশন হতে কয়েকজন লোক অচেতন অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমরা ওই অচেতন ব্যক্তির চিকিৎসা সেবা দিচ্ছি। এই মূহুর্তে তার স্বজনদের প্রয়োজন, ছবি দেখে কেউ চিনতে পারলে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত