কক্সবাজার শহরের মোহাজেরপাড়া এলাকায় নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে মোহাম্মদ ওসমান নামে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হাসপাতাল সড়কের ফলের ব্যবসা করেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে গলাকাটা মৃতদেহ দেখতে পায় স্বজনেরা।
স্বজনরা জানান, মোহাজেরপাড়ার টাংকিপাহাড় এলাকায় নির্মাণাধীন বাড়িতে একা বসবাস করতেন ফল ব্যবসায়ী ওসমান। সেখানে দরজা-জানালা কিছুই নেই। প্রায় সময় রাতে ওই বাড়ির ছাদের উপর বন্ধুদের নিয়ে আড্ডা জমাতেন।
বুধবার রাত ১১টার দিকেও অন্যান্য সময়ের ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখেন স্বজনেরা। পরে ভোরে গলাকাটা অবস্থায় দেখতে পায় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছেন৷
বাবু/জেএম