পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ১০ ভিক্ষুকের মাঝে বিনা মূল্যে ভ্যান এবং দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
শেখ হাসিনার নির্দেশ ভিক্ষাবৃত্তির দিন শেষ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুনার্বাসনযোগ্য ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত এমন ১০ জন ব্যক্তির মাঝে ভ্যান এবং ক্ষুদ্র ব্যবসা করার জন্য প্রাথমিক ভাবে দ্রব্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ভবানী সংকর বল, উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ হারুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মারজানা খানম সহ আরো অনেকে।
এসময় জন প্রতি একটি ভ্যান ৩০ হাজার টাকা মূল্যের এবং ক্ষুদ্র ব্যবসা করার জন্য চার হাজার টাকার দ্রব্য সামগ্রীসহ মোট ৩ লাখ ৪০ হাজার টাকার মালামাল বিতরণ করা হয়।
বাবু/জেএম