টেকনাফে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। দুর্যোগ আগমনের সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশব্যাপী অংশ হিসাবে। দেশের প্রত্যন্ত উপজেলা টেকনাফে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা কতৃক আয়োজিত সভায় উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দেলোয়ার হোসেন। বিদেশি এনজিও সংস্থা আরএফ রসি. আই এম ও, এনজিও ফোরাম, ইএসডিও, বিশ্ব খাদ্য সংস্থা, ওয়ার্ল্ড ভিশন।
এফআইভিডিবিসহ ৭টি এনজিও সংস্থার সহযোগিতায় ও উপজেলা রেডক্রিসেন্ট কর্মকর্তা আবদুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত। আরো আলোচনা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহীর হোসেন এম এ.। এইসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সিপিপি সদস্য বৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা।
বাবু/জেএম