সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
মানিকছড়িতে মাদকসহ স্বামী-স্ত্রী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৬:৪৬ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর)  রাত সাড়ে ১২টায় উপজেলার তিনটহরী নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী সনাত মারাকের ছেলে ফনিশন মারাক(৬০) ও তার স্ত্রী আক্রাই দেওয়ান(৪৭) এর বাড়ি তল্লাশি করে ৫০ লিটার চোলাই মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৩ পিচ ইয়াবা ও একটি মোবাইলসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৪ নম্বর তিনটহরী ইউনিয়নের তিনটহরী নামার পাড়া এলাকায় মাদক বিক্রির সংবাদে ৩ ফিল্ড রেজি.আর্টি. সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের বিএ-১১৪৭৬ লে. মোহাম্মদ ফাহিম এহেসান এর নেতৃত্বে সেনাবাহিনী ও থানার উপ-পরিদর্শক (এস.আই) শংকর মজুমদারের নেতৃত্বে একটি টহল দল গারো সম্প্রদায় ফনিশন মারাকের ঘর তল্লাশি করে চোলাই মদ, গাঁজা, ইয়াবা ও একটি মোবাইলসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।

পরে পুলিশ বাদী হয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মাদকব্যবসায়ী স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে আদালতে পাঠানো হয়েছে। মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়েন্দা নজরদারিতে যৌথবাহিনীর জালে মাদক ব্যবসায়ী যুগলকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত