শুক্রবার ২৫ জুলাই ২০২৫ ১০ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ২৫ জুলাই ২০২৫
ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৮:৫৫ PM
টাঙ্গাইলে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ১৪ জন জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে উদ্ধার করা এক লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

বৃহস্পতিবার যমুনা নদীর ভুঞাপুর উপজেলার গোবিন্দাসী, নিকরাইল, গাবসারা ও অজুর্র্না ইউনিয়নের অংশে অভিযান চালিয়ে ১৪ জন জেলেকে ইলিশ মাছ ধরার জালসহ আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। 

অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- শহীদ, শাহআলম, আব্দুল হাকিম, আলিমুদ্দিন, সাইফুল, হযরত আলী, সাইফুল, আলমগীর, জসিম, মুঞ্জর আলী, সুরুজ্জামান, মজিদ, আব্দুল্লাহ ও কামরুল। তারা সবাই ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের বাসিন্দা।
 
ভূঞাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য্য জানান, সরকারি নির্দেশ অমান্য করে জেলেরা যমুনা নদীতে মা ইলিশ ধরছিল। খবর পেয়ে যমুনা নদীর বিভিন্ন পয়েণ্টে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এসময় ইলিশ ধরার জালসহ ১৪ জন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের সামনে উপস্থাপন করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান তাদেরকে অর্থদণ্ড প্রদান করেন। এসময় এক লাখ মিটার উদ্ধার হওয়া জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত