বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
কাহালুতে রেলওয়ে জংশন স্থাপনের দাবি
হারুনুর রশিদ কাহালু, বগুড়া
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৬:২৪ PM
বগুড়ার কাহালুতে রেলওয়ে জংশন স্থাপনের দাবি ৯৯% মানুষের। ব্রিটিশ আমলের পরিকল্পনা ভবিষ্যৎতে কাহালুতে একটি পূর্নাঙ্গ রেলওয়ে জংশন হবে সেইজন্য ব্রিটিশ আমল হতেই কাহালুতে একটি পূর্নাঙ্গ রেলওয়ে জংশনের জন্য রেলওয়ের বিশাল জায়গা রেখে দিয়েছেন।

কাহালুতে রেলওয়ে জংশন হলে সরকারের জমি অধিগ্রহণ করা লাগবে না। কাহালুবাসীর দাবি একটা কাহালুতে পূর্নাঙ্গ রেলওয়ে জংশন হোক। ইতিমধ্যে রেল জংশন স্থাপনের জন্য শতকরা ৯৯ জন লোক একমত প্রকাশ করেছে। আর শতকরা ১ জন লোক যাহারা রেলওয়ের জায়গার উপর ছাদ ঢালাই দিয়ে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন শুধু তারই চায় না কাহালুতে রেল জংশন না হোক।

রেল জংশন স্থাপনের ব্যাপারে কাহালু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম শফিকসহ একাধিক ব্যক্তির সাথে কথা বলা হলে তারা জানান, রেল জংশন হলে কাহালুর মানুষের অনেক উপকার হবে। তারা আরও জানান, কাহালুতে রেল জংশন স্থাপন করা হোক এবং যাহারা রেলওয়ের জায়গায় ব্যবসা করছিল তাদেরকে পুনবার্সন করা হোক।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত