মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ ৭ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
জেলা পরিষদ নির্বাচন
ঈশ্বরগঞ্জে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা
আর.কে রাজু, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৭:১২ PM আপডেট: ১৪.১০.২০২২ ৮:২৯ PM
আগামী ১৭ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভাসহ ১১টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ অক্টোবর) ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ হল রুমে বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুছ সাত্তার কমান্ডার, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে এম ফরিদ উল্লাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলিসহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, ভিপি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, বজলুর রহমান, সাংগাঠনিক সম্পাদক আব্দুল জলিল মন্ডল, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন রাহুল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া সুমন প্রমুখ। 

এসময় ১১টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঈশ্বরগঞ্জ থেকে জেলা পরিষদ সদস্য প্রার্থী আবু বকর সিদ্দিক ভুঁইয়া দুলাল, সংরক্ষিত সদস্য প্রার্থী আঞ্জুমান আরা ও ত্রিশাল থেকে সালমা আক্তার উপস্থিত থেকে দোয়া ও ভোট চেয়েছেন। এসময় বক্তারা আগামী ১৭ অক্টোবর দলীয় মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠানকে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত