শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
শনিবার ২৬ জুলাই ২০২৫
গলাচিপায় অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে জরিমানা
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৮:২৪ PM
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় টোল আদায়কারীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ওই খেয়াঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। জানা যায়, পটুয়াখালী জেলা পরিষদ থেকে গলাচিপা টু হরিদেবপুর খেয়াঘাট ১৪২৯ বাংলা সনের পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত ইজারা তোলার দায়িত্ব পান শিবুলাল দাস।

তিনি প্রতিনিধির মাধ্যমে টোল আদায় করে আসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক খেয়া পারাপারের এক যাত্রী বলেন, টোল আদায়কারীরা একটি ছোট খেলনা থেকে ৩০০ টাকা দাবি করেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয়। গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এলে টোল প্রতিনিধি নাইমুল ইসলামকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্যাতনের শিকার ব্যক্তি যদি লিখিত অভিযোগ দেন তাহলে বিষয়টি আইনিভাবে দেখা হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত