খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সরকারি কলেজে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমাণ আদালতে অফিস সহকারীকে মো. কামাল হোসেনকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এ দণ্ডাদেশ দেন।
কামাল হোসেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অফিস সহকারী। সে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে। জানা যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি’র অধীনে এইচএসসি প্রোগ্রামের সমাজ বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা চলাকালে জনৈক পরীক্ষার্থীর মোবাইলে উত্তরপত্র প্রেরণ করেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অফিস সহায়ক মো. কামাল হোসেন। এসময় তাকে হাতেনাতে আটক করেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজগর হোসেন।
পরে, ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব তাকে ১৯৮০ সালের ৯ এর(ক) ধারায় দুই বছরের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করেন। এসময় পরীক্ষার্থীকে ৩ বছরের জন্য বহিষ্কার করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, দোষ স্বীকার করায় কলেজের অফিস সহকারী মো. কামাল হোসেনকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বাবু/জেএম