জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধনে গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে কালীগঞ্জ উপজেলা। সোমবার (১৭ অক্টোবর) সকালে সম্মাননা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান।
জানা গেছে, এর আগে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন শ্রেষ্ঠ উপজেলা হিসেবে কালীগঞ্জের নাম ঘোষণা করেন। রোববার (১৬ অক্টোবর) গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে ডিসি অফিসের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভায় কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আসসাদিকজামানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ও গাজীপুর জেলা প্রশাসক মো. আনিসুর রহমান।
শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হওয়া কালীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই অর্জন পুরো উপজেলাবাসীর। আগামীতে আরো পরিচ্ছন্ন ও উন্নত সেবা প্রদানের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ এ উপজেলাকে আরো বড় সম্মানের জায়গায় নিয়ে যেতে চাই।
-বাবু/এ.এস