মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
নেত্রকোনায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ১১:২৬ AM

উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন চলছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলায় ১০টি উপজেলায় ১০টি কেন্দ্রের মাধ্যমে এই জেলা পরিষদ নির্বাচন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ২ টা পর্যন্ত।

ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন কোনো সারা দেখা যায়নি। নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে ১০টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৮৬ কি ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য বৃন্দ এই ভোট প্রয়োগ করবেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ২ শত ১৩ জন। 

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

দীর্ঘদিনেও এই জেলার রাস্তাঘাটসহ কোন উন্নয়ন তেমন না হওয়ায় ভোটার চান যিনি জেলার রাস্তাঘাটসহ সকল প্রকার উন্নয়ন করবেন, মানুষের কল্যানে কাজ করবেন, একটি সুন্দর জেলা পরিষদ গঠন করবেন এবং সব সময় তাদের পাশে থাকবেন তাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।

জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিজ্ঞ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণের জন্য আনসার, পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছে।

আমরাও মাঠে আছি এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত