ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড আখাউড়ায় কঠোর নিড়াপত্তায় চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে এ ভোটগ্রহণ চলবে টানা ২টা পর্যন্ত।
উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে ইভিএমে। নির্বাচনে ভোটগ্রহণ মনিটরিং করার জন্য কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এদিকে নির্বাচনকে ঘিরে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সাত সদস্য মোতায়েন রয়েছে। ভোটকেন্দ্রের জন্য পুলিশ, ও আনসারের সমন্বয়ে একটি স্ট্রাইকিং ফোর্স ও র্যাবের একটি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। তাছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি করবেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটকক্ষে ভোটাররা যাতে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে না পারেন, বিশেষ করে গোপন কক্ষে ভোট দেয়ার ছবি তুলতে না পারেন- তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমা বলেন, ভোট কেন্দ্র সুষ্ঠ রাখার জন্য আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
বাবু/জেএম