ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ৬নং ওয়ার্ড আখাউড়া থেকে চমক দেখিয়ে উট পাখি প্রতীক নিয়ে সাংবাদিক সাইফুল ইসলাম বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম আতাউর রহমান নাজিম।
সাংবাদিক সাইফুল ইসলাম উট পাখি প্রতীকে ভোট পেয়েছে ৪০টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম আতাউর রহমান নাজিম হাতি প্রতীকে ভোট পেয়েছে ৩৮ টি। আখাউড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১। এরমধ্যে একজন ইউপি চেয়ারম্যান অসুস্থ্য থাকায় তিনি ভোট দিতে পারেন নাই।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ থেকে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কেন্দ্রে ভোট নেয়া হয় ইভিএমে। নির্বাচনে ভোটগ্রহণ মনিটরিং করার জন্য কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এদিকে নির্বাচনকে ঘিরে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সাত সদস্য মোতায়েন ছিলো। ভোটকেন্দ্রের জন্য পুলিশ, ও আনসারের সমন্বয়ে একটি স্ট্রাইকিং ফোর্স ও র্যাবের একটি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিলো। তাছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি করেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটকক্ষে ভোটাররা যাতে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে না পারেন, বিশেষ করে গোপন কক্ষে ভোট দেয়ার ছবি তুলতে না পারেন- তা নিশ্চিত করা হয়েছে।
নির্বাচনে দায়িত্ব থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমা বলেন, ভোট কেন্দ্র সুষ্ঠ রাখার জন্য আমাদের সবধরনের প্রস্তুতি রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেন।
বাবু/জেএম