বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
জেলা পরিষদ নির্বাচন
নড়াইল আ.লীগের মনোনিত প্রার্থী সুবাস বোস বিজয়ী
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৫:৫৩ PM
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে ২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। 

তার নিকটতম প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু পেয়েছেন ১৭৮ ভোট। তার প্রতিক ছিলো মটরসাইকেল। চশমা প্রতিকের প্রার্থী সুলতান মাহমুদ বিপ্লব ১১৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

ভোট গণনা শেষে সোমবার (১৭ অক্টোবর) বিকালে এ ফলাফল ঘোষণা করেছে জেলা প্রশাসন। এদিকে বেসরকারিভাবে জেলা পরিষদ র্নিবাচনে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেনে খাঁন শাহিন সাজ্জাদ (পলাশ), ২নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেনে খোকন কুমার সাহা এবং ৩নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেনে সৈয়দ সামসুল আলম। বেসরকারিভাবে সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন মোসা. শাহিনুর আক্তার রুমা এবং ২নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেনে জেসমিন।

উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে ৪টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৫২ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত